ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে পথসভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ” জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় নতুন পৌরসভা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে পথসভায় মিলিত হয়। সংগঠনের আহ্বায়ক কাজী মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড পিরোজপুরের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন আইডিবি জেলা শাখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক এম এ রাব্বানী ফিরোজ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মো. আবদুল ওয়াদুদ, আইডিবি সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাজীবীদের বিরুদ্ধে একটি প্রভাবশালী মহল ষড়যন্ত্র চালাচ্ছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগঠনটি ৭ দফা দাবি উত্থাপন করেছে।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
সরকার নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ কেবল চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ।
সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করা।
উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩% থেকে বাড়িয়ে ৫০% করা।
পথসভা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রেরণ করা হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবি বাস্তবায়নে পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পিরোজপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে পথসভা


Comment here