পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।
রবিবার (১৭ আগস্ট ২০২৫) সকাল ১১টায় প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন,
> “বসবাসের জন্য পিরোজপুর অত্যন্ত চমৎকার জায়গা। নদীবেষ্টিত এই জেলার পরিবেশ শিক্ষার্থীদের জন্য অনুকূল। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক অত্যন্ত আন্তরিক, তাই তোমরা এই সুযোগ কাজে লাগাবে।”
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আকতার হোসেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন, প্রভাষক আব্দুল্লাহ আল যোবায়ের ও শামীম ইমতিয়াজ। উপস্থিত শিক্ষকবৃন্দ নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা মেনে চলা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন।
নবীনবরণ উপলক্ষে পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষকবৃন্দ ও সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে কেক কেটে নবীনদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
Comment here