ব্রেকিং নিউজ

পিরোজপুরে তৌহিদী জনতার বিক্ষোভ: ‘জুয়ার মাধ্যমে গরিবের কষ্টার্জিত টাকা ধ্বংস করা হচ্ছে’

পিরোজপুরে অনুষ্ঠিত শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়ার ব্যবসা বন্ধের দাবিতে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির সম্মানিত সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ আখতারুজ্জামান রাহাত, চাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সম্পাদক মইনুল আহসান মুন্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এমাদুল হক এবং জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ইমরান গাজীসহ আরও অনেকেই।
মাওলানা মো. জাকির হোসেন বলেন, “বাণিজ্য মেলায় লটারির মাধ্যমে যে জুয়ার আয়োজন করা হয়েছে তা অতি দ্রুত বন্ধ করতে হবে। দরিদ্র মানুষের কষ্টার্জিত টাকা এভাবে ধ্বংস না করার জন্য আমরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এম ডি বদিউজ্জামান শেখ রুবেল বলেন, “বাণিজ্য মেলায় লটারির মাধ্যমে রিকশা-অটোচালক এবং দিনমজুরদের কষ্টের টাকা নষ্ট করা হচ্ছে। এটি বন্ধ না হলে তৌহিদী জনতার আন্দোলন আরো তীব্র হবে।”
মইনুল আহসান মুন্না বলেন, “পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে যে জুয়ার আয়োজন করা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। যেখানে কুপন বিক্রি করা হবে, সেখানেই তৌহিদী জনতা প্রতিহত করবে।”

বক্তারা আরও বলেন, অনেক দরিদ্র মানুষ লটারিতে বেশি টাকা পাওয়ার আশায় তাদের কষ্টের টাকা খরচ করে এবং পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চুরি, ছিনতাইসহ খারাপ কাজের সাথে জড়িয়ে যায়। তাই যত দ্রুত সম্ভব বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধ করার আহ্বান জানানো হয়। তা না হলে তৌহিদী জনতার পক্ষ থেকে তীব্র আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল এবং পথসভায় বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

 

Comment here