ব্রেকিং নিউজ

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ: ষড়যন্ত্র-নৈরাজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি

গোপন ষড়যন্ত্র, শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টি এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত ও সরকারদলীয় অপশক্তির সমন্বয়ে বর্তমানে একটি চক্রান্তমূলক নৈরাজ্য চালানো হচ্ছে। তারা শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিভ্রান্ত করতে গুপ্ত সংগঠনের মাধ্যমে বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান।

তারা আরও বলেন, জামায়াত কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি, এখনো ক্ষমা চায়নি। অথচ আজ তারা আওয়ামী লীগের ছায়ায় থেকে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকেছে, ভবিষ্যতেও থাকবে এবং সব ষড়যন্ত্র-নৈরাজ্যের জবাব দেবে।

সমাবেশে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। তারা ষড়যন্ত্রের বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Comment here