বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য সাংবাদিকসহ সকলের সহযোগিতা প্রয়োজন।” তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা জনমত গঠনে এবং উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।
পৌর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শতবর্ষ পূর্ণ করলেও পিরোজপুর পৌরসভায় এখনও পর্যাপ্ত উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ড্রেনেজ ও বিশুদ্ধ পানির সংকট নিরসনে তিনি ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। ইতোমধ্যে জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তায় ১৮ কোটি টাকার ছয়টি পানি সরবরাহ প্লান্ট অনুমোদন হয়েছে, যা পৌর এলাকার পানিসংকট নিরসনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন উল্লেখ করে তিনি জানান, ইন্দুরকানিতে তিন একর জমির ওপর একটি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের অনুমোদন পাওয়া গেছে। ইন্দুরকানী উপজেলা হাসপাতালকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে এবং সংস্কার কাজে ৭৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া নাজিরপুর হাসপাতাল ও থানা ভবন সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির তাফাজ্জল হোসেন ফরিদ, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলী প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Comment here