শহীদ দিবসে পিরোজপুরে “খ্যাপা পাগলার প্যাঁচাল” নাটক মঞ্চস্থ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পিরোজপুরে মঞ্চস্থ হয়েছে নাটক “খ্যাপা পাগলার প্যাঁচাল”। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোহাম্মদ ইয়াসিন আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন সহ জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এস এম সোলায়মান এর রচনায় তাপস ভট্টাচার্য্যর নির্দেশনায় “খ্যাপা পাগলার প্যাঁচাল” মঞ্চ নাটকে অভিনয় করেন জুবায়ের জনি, শান্ত, শুকান্ত, সাইদুল প্রমুখ। নাটকটির মঞ্চ ব্যবস্থাপনা ও সংগীত পরিচালনায় ছিলেন তানজিন আফরীন জিসা। এর আগে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একই মঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।