যারা বিজয়ী হয়েছেন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে

পিরোজপুরের ৭টি উপজেলায় সকাল ৯টা থেকে একযোগে শুরু হওয়া জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ দুপুর ২টায় শেষ হয়। এ জেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমা রহমান বিজয়ী হওয়ায় শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরে ৭টি সাধারণ ওয়ার্ডে ২৬ জন এবং সংরক্ষিত নারী আসনে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচনে ১ নং ওয়ার্ড (নাজিরপুর উপজেলায়) সাধারণ সদস্য পদে সুলতান মাহমুদ ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন।
২নং ওয়ার্ড (নেছারাবাদ) উপজেলায় সাধারণ সদস্য পদে জাকারিয়া খান স্বপন ১১৫, ৩ নং ওয়ার্ড (পিরোজপুর সদর) মোঃ ওসমান সিকদার ৫৩, ৪ নং ওয়ার্ড (ইন্দুরকানী) মোঃ মনিরুজ্জামান হাওলাদার ৪২, ৫নং ওয়ার্ড (কাউখালী) মো. মহিদুল ইসলাম ৩৬, ৬নং ওয়ার্ড (ভান্ডারিয়া) মোঃ লিয়াকত হোসেন তালুকদার ৭১, ৭নং ওয়ার্ড (মঠবাড়িয়া) আজীম উল হক ৭৭ পেয়ে নির্বাচিত হন।
অপরদিকে সংরক্ষিত নারী আসন ১নং ওয়ার্ড (নাজিরপুর-নেছারাবাদ) জেসমিন আক্তার ময়না ১৩৪ , ২নং ওয়ার্ড (পিরোজপুর সদর,ইন্দুরকানী ও কাউখালী)তে রোজিনা বেগম ১৫২ , ৩নং ওয়ার্ড (ভান্ডারিয়া-মঠবাড়িয়া) রোকেয়া বেগম ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

৩৬ জন প্রার্থীর বিপরীতে মোট ৭৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করেছেন।