জাতীয়

মুশলধারে বৃষ্টিতে কমবে ডেঙ্গুর প্রকোপ : স্বাস্থ্য অধিদপ্তর

পিরোজপুর বাণী অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, মুশলধারে বৃষ্টি হলে মশা কমবে, ডেঙ্গুও কমবে। বৃষ্টি থেমে থেমে হলে এডিস মশা বাড়বে। আবার গরম আবহাওয়ার বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও মশা বাড়বে। তাতে ডেঙ্গুর প্রকোপও বৃদ্ধির আশঙ্কা আছে। আজ সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

সংবাদ ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসা অব্যাহত রাখার জন্য স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল হওয়ার ঘটনা এটাই প্রথম।ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসায় ঢুকে করণীয় বিষয় সম্পর্কে তিনি বলেন, পরিবারের সব সদস্যকে হাত-পা ঢাকা জামাকাপড় পরে ঘরে ঢুকতে হবে। ঘরে ঢুকে সব জানলা-দরজা খুলে ফ্যান ছেড়ে দিতে হবে। পর্দার পেছনে, চেয়ার-টেবিল-খাটের নিচে স্প্রে করতে হবে। জমে থাকা সম্ভাব্য সব জায়াগার পানি ফেলে দিতে হবে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের নানামুখি পদক্ষেপের কারণে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮১ শতাংশ ডেঙ্গু রোগী।

এ ছাড়া রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির হার কমেছে। ঢাকায় নতুর রোগী ভর্তির হার কমেছে ১৪ শতাংশ এবং ঢাকার বাহিরে কমেছে ৮ শতাংশ। একই সাথে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা বেড়েছে ৭ শতাংশ।

সংবাদ ব্রিফিংয়ে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইএস পরিচালক ডা. সমীর কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Comment here