ব্রেকিং নিউজ

বাগেরহাটে চারজন ডেঙ্গু রোগী শনাক্ত

বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটে চারজন ডেঙ্গু রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। চারজনের মধ্যে তিনজন সুস্থ হয়েছেন, আরেকজনের চিকিৎসা চলছে।রোববার দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জি কে এম শামসুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত বাগেরহাট সদর হাসপাতালে এ পর্যন্ত ৪ জন রোগীকে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। শিপন নামের এক রোগী পুরুষ ওয়ার্ডে ভর্তি আছেন। রয়েছে, তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে সর্ব প্রথম নিজেকে মশার কামড়ের হাত থেকে রক্ষা করতে হবে। মশার বংশ বিস্তার রোধে বাড়ির আঙ্গিনা, ড্রেন, নালা-ডোবাসহ সকল প্রকার জায়গা পরিষ্কার রাখতে হবে। জ্বর হয়ে কারও যদি রক্ত চাপ কমে যায়, শরীর, মাথা ব্যাথা ও বমি হয় তাহলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানান জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ এ কর্মকর্তা।

Comment here