পিরোজপুর সদর

পিরোজপুর সদরে কয়েকটি দোকানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলা শহর ও শহরতলীতে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধূ ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করে আসছে। এ অভিযোগের ভিত্তিতে হঠাৎ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের সদর বাজারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমানের নেতৃত্বে ও ডিবি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদলতের মাধ্যমে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাংস ব্যবসায়ী মাসুদ শেখের দোকানে ১০-১২ কেজি গরুর পচা মাংস পাওয়া যায়। ওই পচা মাংসগুলো বিক্রির জন্য রাখা হয়েছিলো বলে মাসুদ শেখ স্বীকার করেছেন। এ অভিযোগে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদলতের খবর পেয়ে কয়েকজন ব্যবসায়ী পচা মাংস নিয়ে সটকে পড়েন।

Comment here