সংবাদ বিজ্ঞপ্তি

পিরোজপুর পুলিশের গত এক মাসের সফলতা

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুর জেলা পুলিশের ফেইসবুক থেকে জানা যায়, গত ০১ সেপ্টেম্বর হতে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত পিরোজপুর জেলার পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে জেলার সকল থানা এবং জেলা গোয়েন্দা শাখা কতৃর্ক মাদক সহ ৬৫ জনকে গ্রেফতার করে, মোট মাদক মামলা সংখ্যা ৫৬ টি, ফেন্সিডিল উদ্ধার ১০৯৩ বোতল, ইয়াবা উদ্ধার করে ৬০৯ পিচ, গাজা ১ কেজি ৮১৫ গ্রাম, ১ লিটার চোলাই মদ এবং ০২ জন মাদক সেবী/ব্যবসায়ী আত্মসমর্পণ করেন।
এছাড়া পুরাতন মাদক মামলায় ০৫ জনের সাজা হয়। সেগুলো হলোঃ-
* ১ জনের যাবতজীবন সশ্রম কারাদণ্ড।
* ১ জনের ৫ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড।
* ১ জনের ০৫ বছর সশ্রম কারাদণ্ড,৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড।
* ১ জনের ০১ বছর সশ্রম কারাদন্ড, ৫,হাজার টাকা জরিমানা। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড।
* ০১ জনের ০১ বছরের সশ্রম কারাদন্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড।

পুলিশের এক বিবৃতি েবলা হয়েছে, পিরোজপুর জেলা পুলিশ সুন্দরভাবে পুলিশিং কার্যক্রম পরিচালনার করে জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিয়ে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারনা দূর করে জনগণের সত্যিকারের বন্ধু হিসেবে পাশে থাকতে। পিরোজপুর জেলার  পুলিশ সুপার  হায়াতুল ইসলাম খানের নির্দেশে পিরোজপুর জেলার সকল থানায় সেপ্টেম্বর/১৯ মাসে ৬৩৬ টি বিট পুলিশিং, কমিউনিটি পুলিশং এবং স্টুডেন্ট কমিউনিটি পুলিশং সভা করেছে।

Comment here