পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত

দেশের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের হারানো গৌরব পুনর্জীবিত করার লক্ষ্যে  পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ যন্ত্রসঙ্গীত উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীণ। যন্ত্রসঙ্গীত উৎসবের সার্বিক তত্বধায়ন করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য জুবায়ের জনি ও ইমরান হোসাইন টারজান।

দিনব্যাপী এ যন্ত্রসঙ্গীত উৎসবে একতারা, সারেঙ্গি, বাঁশি, করতাল, তবলা, ঢোল, খোল, হারমোনিয়াম, খমক, ব্যাঞ্জন, গীটার সহ নানা বাদ্যযন্ত্র নিয়ে জেলার ৩০ জন বাদ্যযন্ত্রী হাজির হয়ে ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী জানান, সময়ের গহবরে হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র রক্ষায় এ উৎসবের আয়োজন করা হয়। নানা ধরণের বাদ্যযন্ত্রের সুরের মুর্ছনা দর্শকশ্রোতা উপভোগ করেন। পাশাপশি হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের সাথে পরিচিত হয় জেলার দূর-দুরান্ত থেকে আসা নতুন প্রজন্মের দর্শক-শ্রোতা।