ব্রেকিং নিউজ

পিরোজপুরে ৫৫ হাজার পরিবার পাচ্ছে নগদ ২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদকঃ
করোনার কারণে পিরোজপুরে ক্ষতিগ্রস্থ ৫৫ হাজার দরিদ্র্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়া হবে। আগামী ১৪ মে এই কার্যক্রম উদ্ধোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ঈদুল ফিতরের আগ পর্যন্ত এটা বিতরণ কার্যক্রম চলবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৪ মে এই কার্যক্রম উদ্ধোধন করার পর থেকেই পিরোজপুরে করোনা ভাইরাসে কারণে ক্ষতিগ্রস্থ ৫৫ হাজার দরিদ্র্র পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে দেয়া হবে। এ তালিকায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, দোকানের কর্মচারী, ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিভিন্ন ব্যবসায় কর্মরত শ্রমিক, পোলট্রি খামারের শ্রমিক, বাস-ট্রাকসহ পরিবহন শ্রমিক, হকারসহ নানা পেশার মানুষকে রাখা হয়েছে এবং বিকাশ, রকেট, নগদ এবং শিওরক্যাশ এর মাধ্যেমে পরিবারের কাছে এ টাকা পৌঁছে দেয়া হবে।

Comment here