পিরোজপুর শহরের বুক চিরে প্রবাহিত মৃতপ্রায় দুই কিলোমিটার ভাড়ানী খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২ মে) সকালে শহরের ম্যালেরিয়া পুল এলাকা থেকে এ সংস্কার কাজ শুরু হয়। এর মাধ্যমে খালের বেদখল হওয়া পাড় উদ্ধারসহ খালটির ওপরের অংশে জমা ময়লা আবর্জনা ও পলি পরিষ্কার করা হচ্ছে।
খালটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় সাধারণ মানুষও অত্যন্ত খুশি। বেদখল হওয়া বাকি খালগুলোও উদ্ধারের দাবি তাদের। স্থানীয় বাসিন্দারা বলেন শহরের ফুসফুস খ্যাত ভাড়ানী খালটি গত ৪০ বছরেও খনন করা হয়নি।যার ফলে দখল এবং দূষণে খালটি মৃত প্রায়। এ খালটি ভরে যাওয়ায় বর্ষার সিজনে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। খালটি খনন করা হলে শহরের জলাবদ্ধতা দূর হবে।
স্থানীয় রাজনৈতিক ও গণব্যক্তিদের সহযোগিতায় জেলা প্রশাসন খালটি সংস্কার করছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সরকারের কাছ থেকে পর্যাপ্ত বরাদ্ধ পেলে পরবর্তীতে পর্যায়ক্রমে পিরোজপুর পৌরসভার অন্যান্য খালগুলোও সংস্কার ও পুনঃখনন করা হবে বলে জানান তিনি। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ভাড়ানী খালটির সংস্কার কাজ শেষ হবে আশা করা হচ্ছে।
পিরোজপুরে ভাড়ানী খাল পুনঃউদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ


Comment here