পিরোজপুর পাঁচপাড়া বাজারের ও ইন্দেরহাট বাজারে পৃথক আগুন লাগার ঘটনায় প্রায় ১৬ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট (ইন্দেরহাট) বাজারে চায়ের দোকান থেকে লাগা আগুনে মাছের বাজার সহ প্রায় ৩০ টি দোকান পুড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। চায়ের দোকানের লাকড়ি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা প্রায় ৫/৬ কোটি টাকার ক্ষতি হবে।
অপরদিকে মঙ্গলবার পিরোজপুর জেলার সদর উপজেলাধীন পাঁচপাড়া বাজারের গাবতলা রোডে নিমাইয়ের মিষ্টির দোকান হতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মিষ্টির দোকান, টেইলার্স, কাপড়ের দোকান, সারের দোকান ও মুদি দোকান সহ ১০-১২ টি দোকান ঘর পুড়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পিরোজপুর ও নাজিরপুর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। অগ্নিকাণ্ডে আনুমানিক ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মর্মে জানা যায়।


Comment here