কাউখালী প্রতিনিধিঃ কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শির্ষা গ্রামের মেধাবী লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা প্রদান করেছে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু।
বুধবার দুপুরে তার কার্যালয়ে লেখিকা মুন্নির এ আর্থিক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু সাঈদ আকন, প্রভাষক জগদীশ কুন্ডু।
লেখিকা মুন্নি মস্তিষ্ক টিউমারে আক্রান্ত হলে ২০১২ সালে ব্রেন টিউমারের অপারেশন করান আফরোজা। কিন্তু পুরোপুরি অসুস্থ হয়ে ওঠা আর হয়নি তার। একের পর এক নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকেন মুন্নি। তার চিকিৎসা করতে দরিদ্র পরিবার নি:স্ব। চিকিৎসা খরচ যোগাতে কলম ধরলেন মুন্নি। এই সংবাদটি কয়েকটি সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত হওয়ায়র পর কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু’র নজরে আসলে অসুস্থ আফরোজা মুন্নিকে চিকিৎসা সহায়তা দেন তিনি।
কাউখালীর অসুস্থ লেখিকা আফরোজা মুন্নির চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

Comment here