মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় ৯২টি পুজা মন্ডপে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯২টি পুজা মন্ডপে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ করেছ। আজ বৃহস্পতিবার রাতে পৌরশহরের কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে হিন্দুধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও পিরোজপুর জেলা পরিষদের এর উদ্যোগে উপজেলার ৯২টি মন্দিরে অনুদান হিসেবে নগদ অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় পিরোজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস, আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, আ’লীগ সহ-সভাপতি ফারুকুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ আজিম উল হক, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো,মাসুদুজ্জামান, পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল প্রমুখ।

Comment here