আইন ও আদালত

ভান্ডারিয়া পৃথক দুই মামলায় ৯জনকে জেল হাজতে প্রেরণ

ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ রোববার নারী ও নির্যাতন আইনের মামলায় মেহেদী হাসান (১৩) নামের এক কিশোর এবং সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাসুম হাং(২৭),সাইদুর জোমাদ্দার(১৮), আশিক সিকদার(২৩),বেল্লাল সরদার (৩৫) ,কাওসার শেখ (১৯), লিমন হাং (১৯),খায়রুল ইসলাম (২০) ও সজল (১৭) জনকে পৃথক দুই মামলায় ৯ জনকে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে ভা-ারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, রোববার থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড,সরকারী কলেজ লাগোয়া সড়ক, উপজেলার ভিটাবাড়িয়া ও নদমুলা সহ বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও ক্রয় বিক্রয় কালে ৮জন কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় । এবং উপজেলার গৌরীপুরের উত্তর পৈকখালী গ্রামের মেহেদী হাসান নামের এক জনকে এক গৃহ বধূঁকে ধর্ষণের অভিযোগের মামলায় এদরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

FacebookTwittergoogle_plusShare

Comment here