ভান্ডারিয়া

ভান্ডারিয়ায় ৮মামলার আসমাী ও ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

ভান্ডারিয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরের লক্ষ্মীপুরা গ্রামের কুখ্যাত আঞ্চলিক মাদক ব্যবসায়ী ,১০বছরের সাজাপ্রাপ্ত এবং বর্তমানে ৮মামলার আসামী ইকবাল মল্লিক ও একই এলাকার মন্নানের ছেলে রেজাউলকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।  শুক্রবার বিকেল ৩টায় ভা-ারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমানের বিশ্ব¯্য’ সোর্সের মাধ্যামে গোপন সংবাদের ভিত্তিতে একই গ্রামে ইকবালের ভগ্নিপতি রেজাউল খানের বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে ইকবাল ভা-ারিয়া থানার এস আই নুরুল আমীনের হাত কামর দিয়ে পালানোর চেষ্টা করলে তা ব্যার্থ হয়। এতে নুরু আমিন আহত হলে তাকে অন্য পুলিশ সদস্যরা ভা-ারিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এদিকে ইতিপূর্বে গ্রেফতারকৃত ইকবাল মল্লিক,তার স্ত্রী, বেশ কয়েকবার ৬শ,৩শ,২শ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়ে কিছু দিন জেলা খাটার পরে আইনের ফাক ফোকর থেকে জামিনে বের হয়ে পুনরায় শুরু করে এই মাদক ব্যবসা। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন, ইকবাল মল্লিকের পরিবারের প্রায় সদস্য এই ব্যবসায় জড়িত। বর্তমানে তার ছোট ভাই রাজীব মল্লিক সম্প্রতি ইয়াবা সহ গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে।
এ বিষয়ে ভা-ারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, প্রায় ২মাস ধরে আমার (ওসি,র) বিশ্বস্থ্য সোর্সের মাধ্যমে আজ শুক্রবার ধরতে সক্ষম হয়েছি। ওসি আরো জানান, সম্প্রতি বরিশাল র‌্যাব-৮ এর দায়ের করা এক মামলায় ইকবাল মল্লিককে ১০ বছরের সাজা প্রদান করে একটি আদালত। এছাড়া তার বিরুদ্ধে ৮টি মামলায় ওয়ারেন্টসহ প্রায় ১ডজন মামলা বিচারাধীন। তাকে আটক করতে গিয়ে ভা-ারিয়া থানা উপ- পরিদর্শন(এস আই) নূর আমিন আহত হয়েছেন সে বর্তমানে ভা-ারিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইকবাল ও রেজাউলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

Comment here