ভান্ডারিয়া

ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের সবুজ করোনায় আক্রান্ত ছিল না

ভান্ডারিয়া প্রতিনিািধঃ
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলাধীন ৫ নং ধাওয়া ইউনিয়নের পূর্ব ধাওয়া গ্রামে দিনমজুর আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মোঃ সবুজ হাওলাদার (১৭) গত ৩১ মার্চ মঙ্গলবার মারা যাওয়ায় করোনায় আক্রান্ত ছিল না। মৃত সবুজের নমুনা পরীক্ষার পর শনিবার সকালে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পক্ষ থেকে থেকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ দুপুরে সবুজ জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর সে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। এ ঘটনার পর ওই তরুণের বাড়ি লকডাউন এবং আশপাশের ২০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, মৃত সবুজের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। আজ নমুনা পরীক্ষার পর আইইডিসিআরের এক কর্মকর্তা তাঁকে মুঠোফোনে এ কথা জানিয়েছেন। এ কারণে তাঁর বাড়ির লকডাউন তুলে দেওয়া হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্যদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখা হবে। এ ছাড়া ওই তরুণ করোনাভাইরাসে মারা না যাওয়ায় তার গ্রামের ২০০ পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ প্রত্যাহার করা হয়েছে।

Comment here