পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার এ আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে স্থানীয় বিহারী লাল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ঐ বিদ্যালয় আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার,ছাত্র প্রতিনিধিদের মধ্যে মো. আব্দুল্লাহ আল রাফী ও গাজী তৌফিক হোসাইন প্রমূখ। উদ্বোধনী খেলায় উপজেলার ৩নম্বর তেলিখালী ও ৪নং ইকড়ি ইউনিয়ন পরিষদের খেলোয়াররা অংশ নেন।
Comment here