ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ১৫০টি কিট পাঠিয়েছেন সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
বুধবার ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএউচএ) ডা. মো. জহিরুল ইসলামের কাছে এগুলো পৌঁছে দেয়া হয়েছে।
এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, উপজেলার ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্য সেবা বিষয় ছাড়াও এ অঞ্চলের মানুষের বিষয়ে নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন এমপি মহোদয়। এছাড়া তার নির্বাচনী এলাকা ১২৮- পিরোজপুর-২, ভাণ্ডারিয়া-কাউখালী ও ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য সেবা বিষয়ে খোঁজ নিয়ে আগাম সতর্কতা হিসেবে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য কিট পাঠিয়েছেন তিনি।
তিনি আরো বলেন, এমপি মহোদয় সাধারণ মানুষের জন্য সব সময় ভাবেন। তাই আমাদের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভাণ্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিট বিতরণ

Comment here