ব্রেকিং নিউজ

পিরোজপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করার প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের মতো পিরোজপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার( ১৫ আগস্ট ) সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন (রানা),মিজানুর রহমান শাহিন, কামরুজ্জামান চাঁন, শেখ রাহাত ,  ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয় ১৫ আগস্ট আওয়ামী লীগ ও এর অংগ সহযোগী সংগঠনগুলো যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে কারনে শহরে ও শহরের প্রবেশ পথগুলোতে অবস্থান নিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এক দিকে শহরে বিএনপির অবস্থান কর্মসূচী অন্যদিকে  শহরের প্রবেশ পথগুলোতে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের অবস্থানের ফলে লোকেলোকারন্য হয়ে পড়েছে গোটা পিরোজপুর।

শহরের সোনালী ব্যাংক সড়ক,শহরের পুরাতন বাসস্ট্যান্ড, সিঅফিস মোড়, আলামকাঠী বাইপাস মোড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পাশাপাশি অবস্থান নিয়েছে।

Comment here