ব্রেকিং নিউজ

পিরোজপুরে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকারে বিএনপির বিজয় সমাবেশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া বিজয় শোভাযাত্রা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন মিছিলে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান, সাঈদুল ইসলাম কিসমত, শেখ রিয়াজ উদ্দিন রানা এবং শেখ হাসানুল কবীর লীন প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে একটি নির্ভীক রুখে দাঁড়ানো। এই আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা বিজয়ী হয়েছে এবং দেশে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে।”
তারা আরও বলেন, “এই আন্দোলনে দুই হাজারের বেশি শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। দেশের জনগণ এখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ।”

জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তারা আগামী দিনগুলোতেও এই আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

Comment here