জুলাই পুনর্জাগরণ ২০২৫ উপলক্ষে আজ ১৫ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২টায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন পিবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি ২০২৪ সালের ১৫ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিজের প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং সেই আন্দোলনের পটভূমি ও ভয়াবহতা তুলে ধরেন।
উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালানোর ঘটনা ছিল স্বাধীনতার ৫৪ বছর পরেও এক ভয়াবহ ও লজ্জাজনক অধ্যায়। আমরা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।”
তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ উপলক্ষে আয়োজনকারীদের ধন্যবাদ জানান। তার ভাষায়, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এ ধরনের আয়োজন বর্তমান প্রজন্মকে ইতিহাস সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদসহ তথ্য অফিসের অন্যান্য কর্মকর্তারা।


Comment here