পিরোজপুর জেলার ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র, ১টি পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক বিভাগে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র, ১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইনস এ সকল কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)।
পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম) সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খাঁন।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম (পিপিএম) জানান, পিরোজপুর জেলার ৭টি থানা, ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এতদিন শিক্ষার্থী, বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।
পিরোজপুরে পুলিশের সকল কার্যক্রম পুনরায় চালু


Comment here