ব্রেকিং নিউজ

ইন্দুরকানীতে গভীর রাতে জোড়া খুন: ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গভীর রাতে ঘটে গেলো এক মর্মান্তিক হত্যাকাণ্ড। ইউনিয়ন পরিষদের সদস্য ও সাবেক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ইউপি সদস্যের স্ত্রীও।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হাওলাদার (৫০) ও তার ভাবি মৌকলি বেগম (৪৮)। গুরুতর আহত স্ত্রী রেহেনা বেগম (৪০) বর্তমানে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, রাতের নীরবতা ভেঙে চিৎকার শুনে ছুটে এসে পুকুরপাড়ে শহিদুল ইসলাম ও তার ভাবির রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। এসময় বাড়ির ভেতরে রেহেনা বেগমকেও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

আহত রেহেনা বেগম বলেন, পার্শ্ববর্তী ইউনুসসহ ৪-৫ জন অতর্কিতভাবে তাদের বাড়িতে হামলা চালায়। তারা শহিদুল ও মৌকলিকে কুপিয়ে হত্যা করে এবং তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার দাবি, দীর্ঘদিন ধরে ইউনুসের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল।

ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

Comment here