ব্রেকিং নিউজ

সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারকারী গ্রেফতার: সাইবার আইনে মামলা

পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে খান শহীদ ওরফে ডলার শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) বিকেলে পিরোজপুর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে শহরের মসিদবাড়ী সড়ক এলাকা থেকে আটক করে।

গ্রেফতারকৃত শহীদ পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের বাসিন্দা মজিবুল হক খানের ছেলে।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের দায়ের করা অভিযোগে বলা হয়, ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামক একটি ফেসবুক আইডি থেকে তানভীরসহ আরও দুই সাংবাদিকের নাম এবং কয়েকজন সাংবাদিকের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো হয়। পোস্টটি দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, যা সাংবাদিক সমাজে ক্ষোভের জন্ম দেয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শহীদের সংশ্লিষ্টতা নিশ্চিত করে তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পিরোজপুর সদর থানার পরিদর্শক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “প্রযুক্তিগত তদন্তে শহীদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

সাংবাদিক মহল এই গ্রেফতারকে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছে এবং সাইবার অপরাধ মোকাবেলায় প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার দাবি জানিয়েছে।

Comment here