ব্রেকিং নিউজ

স্বচ্ছ প্রক্রিয়ায় মাত্র ১২০ টাকায় চাকরি পেলেন ১৫ জন

পিরোজপুর জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ নিয়োগের ফলাফল প্রকাশ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সময় তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, মেধাভিত্তিক নির্বাচন এবং ঘুষমুক্ত কার্যক্রমের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এসপি জানান, এ নিয়োগে জেলার ১৫ জন প্রার্থীকে সম্পূর্ণ স্বচ্ছ ও ঘুষবিহীন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। প্রার্থীদের কেবল সরকারি নির্ধারিত ফি ১২০ টাকা ব্যয় করতে হয়েছে, এর বাইরে এক টাকাও খরচ হয়নি।

তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক, আর্থিক বা প্রভাব খাটানো হয়নি। এটি জেলা পুলিশের জন্য একটি গৌরবের অর্জন।”

প্রেস ব্রিফিংয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য ভোলা সদর চরফ্যাশনের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী গলাচিপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন থানার ওসি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বিনা খরচে চাকরি পেয়ে নবনিযুক্ত কনস্টেবল ও তাদের পরিবাররা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েন।

 

Comment here