ব্রেকিং নিউজ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”– স্লোগানে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

দেশীয় মাছ সংরক্ষণ, মাছ চাষের উন্নয়ন ও মৎস্যজীবীদের কল্যাণে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছর সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল— “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় শহরের রিজার্ভ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রেজাউল হাসান ও ইউএনও মামুনুর রশীদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম প্রতিষ্ঠা ও জনসচেতনতা বাড়াতে হবে। অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা এবং বিষ বা বিদ্যুৎ দিয়ে মাছ নিধন বন্ধে কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। বরিশাল অঞ্চলে মাছের উৎপাদন কম থাকায় দাম বেশি—এ সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এছাড়া বক্তারা জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ৮ শতাংশ চিংড়ি রপ্তানি হয়, যা বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখছে। দেশীয় জলজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে মাছ উৎপাদনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের জেলা সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার ভুট্র এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ক্লাস্টার অফিসার মো. শাহিন মৃধা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Comment here