দেশজুড়ে চলমান আইনশৃঙ্খলার অবনতি, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশিক্ষার পরিবেশ বিনষ্ট এবং গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জেলা স্টেডিয়াম থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, শিক্ষাঙ্গন ও যুব সমাজকে বিপথগামী করতে কিছু গোপন সংগঠন ধারাবাহিক ষড়যন্ত্র করছে। শিক্ষার পরিবেশ ধ্বংস করে সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের এই চক্রান্ত কোনোভাবেই সহ্য করা হবে না।”
তারা আরও জানান, এই ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক যুবদলের ইউনিটগুলো সতর্ক অবস্থানে রয়েছে।
বিক্ষোভে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও ছাত্রদল, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


Comment here