ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে পিরোজপুরে জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখা। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের বড় মসজিদ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতারা গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মোহাম্মদ ইসহাক আলী খান, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর সেক্রেটারি মো. আল আমিন শেখ, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গণতান্ত্রিক রাজনীতির পথে যারা বিশ্বাস করে, তাদের ওপর হামলা চালিয়ে সরকার নিজেই প্রমাণ করছে তারা ভিন্নমতের প্রতি সহিষ্ণু নয়।” সমাবেশে দ্রুত বিচার এবং রাজনৈতিক সহিংসতার অবসান কামনা করা হয়।

 

Comment here