ব্রেকিং নিউজ

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ভেঙে বরিশাল-নেছারাবাদ সড়ক যোগাযোগ বন্ধ, জনদুর্ভোগ চরমে

বরিশাল-নেছারাবাদ (স্বরূপকাঠি) সড়কের বানারীপাড়া উপজেলার জম্বদ্বীপ এলাকায় অবস্থিত একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়েছে। এতে মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে একটি কভার্ডভ্যান আটকে গেলে বরিশাল, নেছারাবাদ ও ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জানা গেছে, প্রায় ১৫০ মিটার দীর্ঘ ওই বেইলি ব্রিজটি পার হওয়ার সময় মাঝপথে পাটাতন ভেঙে গেলে কভার্ডভ্যানটি আটকে যায় এবং ব্রিজের দুই পাশে তিন শতাধিক ছোট-বড় যানবাহন দীর্ঘসময় আটকা পড়ে। যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় নেছারাবাদের ইকোনমিক জোনসহ আশপাশের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েন।

স্থানীয় নেয়ামুল ইসলাম জানান, “সেতুটি ভেঙে যাওয়ায় আমরা ব্যাপক ভোগান্তিতে পড়েছি। এই পরিস্থিতি কতদিন চলবে, তা জানি না।” তিনি জানান, বরিশাল-স্বরূপকাঠি সড়কে এখনো ৫টি বেইলি ব্রিজ রয়েছে, যেগুলোর অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এছাড়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রায়ই এই সেতুগুলো পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। অনেকেই ইতিপূর্বে হাত-পা ভেঙেছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে চেইন-কপ্পার দিয়ে কভার্ডভ্যান সরানোর চেষ্টা করলেও রাত ১০টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি।

পরে যানবাহন চলাচল স্বাভাবিক হলেও ব্রিজগুলো অপসারণ করে দ্রুত পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে।

Comment here