পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে শ্রীরামকাঠী ফেরিঘাট এলাকায় স্থানীয় জনতার সন্দেহভাজন চলাফেরার ভিত্তিতে মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
স্থানীয় মাসুম ও আরিফের নেতৃত্বে জনতা ওই দুই বহিরাগতকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে এসআই মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ইয়াবাসহ তাদের হেফাজতে নেয়।
আটক লিমন হাওলাদার জিহাদ সদর উপজেলার শিকারপুর গ্রামের মো. টিপু হাওলাদারের ছেলে এবং রুবেল মিয়া নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্থানীয়দের সহযোগিতায় মাদক উদ্ধার ও আটক সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”


Comment here