পিরোজপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ। আজ মঙ্গলবার দুপুরে বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. জাকির হোসেন। এ সময় পিরোজপুর বিআরটিএ’র সহকারী পরিচালক এস. এম. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. জাকির হোসেন বলেন, “যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং অসৎ আচরণ রোধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি যানবাহনকে হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং ফিটনেসের অভাবে জরিমানা করা হয়েছে।” তিনি আরও জানান, “ঈদের আগে এবং পরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন ও বিআরটিএ’র এ অভিযান যাত্রীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে এবং হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Comment here