ব্রেকিং নিউজ

আট বছর পর পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি— সভাপতি কুমার, সম্পাদক শাহীন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পিরোজপুর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

নতুন আংশিক কমিটিতে সভাপতি হিসেবে সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১১ সদস্যের এই কমিটির অন্য পদধারীরা হলেন—

সিনিয়র সহ-সভাপতি: রায়হান রাজু

সহ-সভাপতি: মাহদি হাসান, লুৎফর রহমান লিটন, এস এম ফেরদৌস

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আল ইমরান মনু

যুগ্ম সাধারণ সম্পাদক: শাহরিয়ার অভি

সাংগঠনিক সম্পাদক: রানা মল্লিক

দপ্তর সম্পাদক: খালিদ হাসান

প্রচার সম্পাদক: ইফতেকার আহমেদ রনি।

বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আংশিক কমিটি ঘোষণার পরপরই শহরে আনন্দ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে সংগঠনকে নতুন প্রাণসঞ্চার করবে। সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনের কথায়ও স্পষ্ট যে, কেন্দ্রের নির্দেশনা ও জেলা বিএনপির সমন্বয়ে একটি কার্যকর ও সুসংগঠিত ছাত্রদল গড়াই তাদের প্রধান লক্ষ্য। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।

Comment here