ব্রেকিং নিউজ

আল্লামা সাঈদীর স্বপ্ন ছিল মডেল ইসলামি রাষ্ট্র গঠন — ড. ব্যারিস্টার নাজিব মোমেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লামা সাঈদী আজ আমাদের মাঝে নেই, তবে তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে শহীদ পরিবারের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নাজিব মোমেন বলেন, “তিনি অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে দেশে-বিদেশে কুরআনের তাফসির করেছেন। তাঁর অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মানুষের হৃদয়ে ইসলামী চেতনা জাগিয়ে তুলেছে। জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।”

তিনি আরও বলেন, “তাঁর রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে আলোর পথ দেখাবে। তাঁর প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নতুন প্রজন্মের দায়ী ও মুফাসসিরগণ তৈরি হয়ে তাঁর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন, ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

এছাড়া উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল আঃ কাদের মোল্লার ছেলে হাসান জামিল, কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ইমরান খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Comment here