ব্রেকিং নিউজ

“সংস্কার ছাড়া নির্বাচন নয়”—পিরোজপুরে এনসিপি’র সমাবেশে নাহিদ ইসলাম

সংবিধান ও বিচারব্যবস্থার সংস্কার ছাড়া দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সংস্কার ছাড়া কোনো নির্বাচনই জনগণ মেনে নেবে না। বিচারব্যবস্থা ও রাজনৈতিক পরিবেশ সংস্কার না করে যারা নির্বাচনের কথা বলছে, তারা মূলত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।”

রবিবার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ঢাকায় চাঁদাবাজির জেরে একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। দেশে চলছে দখলবাজি, চাঁদাবাজি, ছিনতাই ও কমিশন বাণিজ্যের রাজনীতি। বাংলাদেশের মানুষ এসব সহ্য করবে না। যেমনটি তারা হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তেমনি অন্য সকল দমন-পীড়নকারী শক্তিকেও বিদায় জানাবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “স্বৈরাচার সরকার ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় টিকে ছিল। তারা মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছে। এখনো অনেকে মনে করে, শুধু নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু হাসিনার মতোই যারা এমনটা ভাবছে, তারা বোঝে না যে শুধু ব্যক্তি নয়, তার রেখে যাওয়া ব্যবস্থা ও কাঠামোও পাল্টাতে হবে।”

এর আগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা ১৩তম দিনে পিরোজপুর সার্কিট হাউস থেকে সিও অফিস হয়ে শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র ডেপুটি সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয়, বরিশাল ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।

Comment here