ব্রেকিং নিউজ

যুব সমাজই পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে — অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা আমীর ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, “যে কোনো দেশের পরিবর্তনে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। তারা এমন একটি শক্তি, যারা নদীর স্রোতকেও উল্টো দিকে প্রবাহিত করতে সক্ষম।” তিনি বলেন, অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতির প্রত্যাশা, আর তা বাস্তবায়নে যুব সমাজের কোনো বিকল্প নেই।

“আন্তর্জাতিক যুব দিবস ২০২৫” উপলক্ষে জামায়াতের যুব বিভাগের আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে জেলার পুরাতন ঈদগাঁহ ময়দান থেকে র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুব সমাজকে ভোটকেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের কেন্দ্রে আনা এবং সঠিকভাবে ভোট প্রয়োগে ভূমিকা রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে তিনি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শেখ আল আমিন। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান, যুব বিভাগের জেলা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি রাকিবুল হাসান প্রমুখ। এতে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comment here