ব্রেকিং নিউজ

পিরোজপুরে লোমহর্ষক হত্যাকাণ্ড: হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রব্বানি বেপারী (২৫) নামে এক ট্রলার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রব্বানি বেপারী দক্ষিণ ভিটাবাড়িয়া এলাকার বাসিন্দা মোঃ মন্টু হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সকালে খালে একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং ইটের ওজন দিয়ে পানিতে ডুবিয়ে রাখার আলামত পাওয়া গেছে।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে চার ব্যক্তি রবিবার রাত ১০টার দিকে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে তার মরদেহ খালে পাওয়া যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, “মাদক সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা দ্রুত তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।”

নিহতের বাবা মন্টু বেপারী বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই।”

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নৌ পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে এবং তাদের সহযোগিতায় তদন্ত অব্যাহত রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

 

Comment here