আসছে ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গেলবারের মতো নির্বাচনেও মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল দিচ্ছেন। নির্বাচনের জন্য এরই মধ্যে প্রস্তুত তারা।জায়েদ খান বলেন, সবার সহযোগিতায় গেল নির্বাচনে আমাদের প্যানেল বিরাট সংখ্যা গরিষ্ঠতা লাভ করে। আমি চেষ্টা করেছি শিল্পীদের মনজয় করে কাজ করার। শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করেছি। ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য বিভিন্ন কাজ করেছি। সমিতির শিল্পীরা সকলেই এ বিষয়ে অবগত আছেন। এবারের প্যানেলে বেশ কিছু চমক থাকছে। তা শিগগিরই জানানো হবে।আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। এবারের নির্বাচনে মিশা সওদাগর সভাপতি পদে লড়বেন। আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করবেন।অন্যদিকে মিশা সওদাগরের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন চিত্রনায়িকা মৌসুমী। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে কে নির্বাচন করবেন তা এখনও চূড়ান্ত নয়। আর সাধারণ সম্পাদক পদে নায়ক সাইমন সাদিকের নির্বাচন করার কথা শোনা গেলেও তিনি নির্বাচন করবেন না বলে জানা গেছে।ইন্ডাস্ট্রির অনেকেই বলেছেন, জায়েদ খান যেভাবে সাধারণ শিল্পীদের গুরুত্ব দিয়ে সমিতি চালিয়েছেন। তাতে এবারও তার অবস্থান বেশ শক্ত। নির্বাচনে সিনিয়র শিল্পীদের অনেকেই তার সমর্থনে কাজ করবে। ফলে জায়েদ খানের বিপক্ষে দাঁড়িয়ে জয় লাভ করতে চাইলে যে কাউকেই ঘাম ঝড়াতে হবে।মাস খানেক আগে সভাপতি পদে নায়ক শাকিব খানের প্রতিদ্বন্দ্বীতার কথা শোনা গেলেও বিষয়টি নিয়ে নীরব আছেন তিনি। তবে অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচনের অন্যান্য কোন প্যানেল আসছে তা চূড়ান্ত জানা যাবে।
১৮ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, প্রস্তুত জায়েদ-মিশা
সেপ্টেম্বর ২৮, ২০১৯0

Related Articles
অক্টোবর ২৫, ২০১৯0
আবারও জয়ী মিশা-জায়েদ প্যানেল
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ফের বিজয়ী হলো মিশা সওদাগর-জায়েদ খানের প্যানেল। আশা জাগালেও শেষ পর্যন্ত মিশা সওদাগরের কাছে নির্বাচনে হেরে গেলেন মৌসুমী।
শুক্রবার (২৫ অক্টোবর)
Read More
মে ২, ২০২০0
৪১ বছরের ডিভো’র্সি নারী পাত্র চান ২৩ বছরের !
অনলাইন ডেস্কঃ
বয়স ৪১। ব্যক্তিগত জীবনে ডিভো’র্সি। ফের বিয়ে করতে চান। কিন্তু পাত্র ২৩ বছর বয়সী। একই সাথে বান্ধবী থাকা যাবে না, ইন্টারনেট ব্যবহার করা যাবে না সহ রয়েছে নানা শর্ত।
পাত্র চেয়ে এমনই একটি বি
Read More
মে ১৬, ২০২১0
সালামি জমিয়ে জমি কিনেছেন পিরোজপুরের ঐশী
অনলাইন ডেস্কঃ
শৈশব থেকে ঈদে পাওয়া সালামির টাকা জমিয়ে রেখেছিলেন জান্নাতুল ফেরদৌস ঐশী। সেই টাকায় গ্রামের বাড়িতে এক টুকরো জমি কিনেছেন অভিনয়শিল্পী ও মডেল জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতি ঈদে পাওয়া সালামি তিনি
Read More

Comment here