ব্রেকিং নিউজ

পিরোজপুর থেকে নিখোঁজ কিশোরী বরিশাল থেকে উদ্ধার

পিরোজপুর থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করেছে পিরোজপুর পুলিশ।

শনিবার উদ্ধারকৃত কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, পিরোজপুর সদর উপজেলার হোরের হাওলা এলাকার মো. শেখ তরিকুল ইসলাম রাজীব গত ৩ অক্টোবর তারিখে পিরোজপুর থানায় এসে জানায় যে, তার শ্যালক পিরোজপুর উপজেলার পোরগোলা গ্রামের বাসিন্ধা মো. আল আমিন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার রুমি (১৩) নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, অভিযোগের ভিত্তিতে ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩ অক্টোবর রাতেই বরিশাল শহরের চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া শেষে শনিবার উদ্ধারকৃত কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

Comment here