সারা দেশের ন্যায় পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জেলা প্রশাসন- বিএনপি- জামায়াতসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে মহান মে দিবস ও আন্তজার্তিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সিও অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয় । জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এছাড়া জেলা বিএনপির র্যালীতে নেতৃত্ব দেন আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জামায়াত সমর্থিত জেলা শ্রমিক কল্যান ফেডারেশন শাখার র্যালীতে নেতৃত্ব দেন পিরোজপুর ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ, জেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় ।
পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশরাফুল আলম খান প্রধান অতিথির বক্ততা করেন। কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে প্রধান অথিতির বক্তৃতা করেন মাসুদ সাঈদী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদ এবং শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব ওহিদুজ্জামান লাভলু গাজী ও শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অপরদিকে এক সভায় জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ হাওলাদার ও সংগঠনের নেতৃবৃন্দ মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদাণ করেন।
বিভিন্ন শ্রমিক সংগঠন ছাড়াও এ কর্মসূচিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জামায়াত ইসলামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।


Comment here