পিরোজপুরে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়ার) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ ) সন্ধ্যায় স্থানীয় হোটেল রয়েল প্যালেস
এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ফারিয়া পিরোজপুরের সভাপতি পারভেজ মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর সিনিয়র এরিয়া ম্যানেজার ইমাম হোসেন রিয়াদ ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার, ওয়ান ফার্মার এরিয়া ম্যানেজার ওহিদুল ইসলাম, নির্বাচন কমিশনার এ্যাকমি ল্যাবরেটরীজের সিনিয়র এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম সোহাগ,
নির্বাচন কমিশনার ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যালস সিনিয়র এরিয়া ম্যানেজার সাইদউদ্দিন খান পারভেজ, নির্বাচন কমিশনার বেক্সিমকো ফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার জি এম শাহীন।
উল্লেখ্য, গত ৭ মার্চ বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়ার) নবনির্বাচিত কমিটি কে শপথ বাক্য পাঠ করান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইমাম হোসেন রিয়াদ। অনুষ্ঠানে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি পাঁচ সদস্যের উপদেষ্টা মন্ডলী ও সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির সকলেই উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই পেশায় যারা আছে তারা সমাজের শিক্ষিত যুবক এবং আপনাদের অনেক দায়িত্ব আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে
পালন করবেন। আমরা আশা করব পূর্ণাঙ্গ কমিটি তার সব সদস্যদের নিয়ে ২ বছর দায়িত্ব পালন করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ফারিয়ার
প্ৰধান উপদেষ্টা শেখ রিয়াজ উদ্দিন রানা ।


Comment here