আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং আসনে ফুটবল মার্কা নিয়ে রোজিনা বেগম এগিয়ে

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ২নং আসনে কাউখালী-ইন্দুরকানী-পিরোজপুর সকল ভোটারদের জরিপে ফুটবল মার্কা নিয়ে রোজিনা বেগম এগিয়ে। আগামী সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ। ভোটারদের নিখুঁদ বিশ্লেষণে ফুটবল মার্কা নিয়ে রোজিনা বেগম এগিয়ে আছেন। রোজিনা বেগম বিগত জেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

সংরক্ষিত ২নং আসনে ফুটবল মার্কার প্রার্থী রোজিনা বেগম বলেন বিগত জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। আগামী (১৭ অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করতে পারলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যাবো। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো।

প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে চেয়ারম্যান পদে সালমা রহমান হেপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এছাড়াও সাত উপজেলায় সাতজন সাধারণ সদস্য ও তিনজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। জেলা পরিষদ নির্বাচনে পুরুষ সদস্য মোট ১৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন প্রার্থী প্রতিদ্বান্দতা করবেন। জেলায় মোট ভোটার ৭৪৭ জন।