মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলামীন হাওলাদার (২৫) ও শাহ্ আলী ফরাজী (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার সূর্যমণি রুস্তম দফাদারের বাড়ির সামনে ওয়াবদা রাস্তার ওপর থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়। আটককৃত আলামীন পার্শবর্তী বরগুনা জেলার বদরখালী গ্রামের তৈয়ব আলী হাওলাদারের ছেলে ও শাহ আলী ফরাজী বামনা উপজেলার ছোট ভাইজোড়া গ্রামের ইসমাইল ফরাজীর ছেলে।
পিরোজপুর ডিবি পুলিশের এস আই দেলোয়ার হোসাইন জসিম জানান, উপজেলার সূর্যমণি রুস্তম দফাদার বাড়ির সামনে ওয়াবদা রাস্তার ওপর মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মাদক ব্যবসায়ীসহ কয়েকজন মাদক ক্রেতা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাদক ব্যাবসায়ী আলামীন ও শাহ্ আলীকে আটক করা হয়। এ সময় আলামীনের কাছ থেকে ৭০ পিস ও শাহ আলীর কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
১০০ পিস ইয়াবাসহ মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Comment here