পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও বার্ষিক সাধারণ সভা- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সরকারী সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অভিষেক ও বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর পান্না লাল রায়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
এর আগে ৩০ শে জানুয়ারী তারিখে সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সরকারী সোহরাওয়ার্দী কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো: শাহবুদ্দিন সিকদার, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা আফরিন, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের প্রভাষক মো: সানাউল্লাহ, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো: শাহরিয়ার।
এসময় অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক সাধারণ সভার নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন সরকারী সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ইংরেজী বিভাগের প্রভাষক মো: হাবিবুল্লাহ হাওলাদার।
Comment here