পিরোজপুর পৌরসভার দু’বারের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম ডি লিয়াকত আলী সেখ বাদশা আর নেই। বুধবার রাতে নিজ বাসভবন সেখ পাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নলিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলঙ্গ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ পুত্র সন্তান, নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাজায় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, সদর ইউএনও আহম্মেদ সাজ্জাদ সাব্বির, সাবেক জেলা জজ ও বীর মুক্তিযোদ্ধা সালাম সিকদার, জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেনসহ বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা কর্মী ও গণমান্য ব্যক্তিবর্গ জানাজায় উপস্থিত ছিলেন।
Comment here