রাজনীতি

পিরোজপুরে হামলা-মামলার প্রতিবাদে আ,লীগের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের উপর গুলি ও বোমা নিক্ষেপসহ কয়েকদিন ধরে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও বাড়ি ভাংচুর, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদে এবং আসামীদের গ্রেপ্তারের দাবীতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী অংগ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলটি শহরের টাউন ক্লাব থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দামোদর ব্রিজের উপরে এসে সমাবেশে মিলিত হয়।
পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট খান মো. আলাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণ, জেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু প্রমুখ, ।

Comment here