খেলাধুলা

পিরোজপুরে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি মাহমুদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ রব্বানী ফিরোজ, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম পারভেজসহ অনেকে।
সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৭ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় শংকরপাশা ইউনিয়ন পরিষদ ২-০ গোলে কদমতলা ইউনিয়ন পরিষদকে হারিয়েছে।

Comment here